Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন পরিষদের কার্যাবলী

ইউনিয়ন পরিষদের কার্যাবলী

(ধারা-৩০ দ্রষ্টব্য)

১।সাধারনের ব্যবহার্য পথ ও জনগনের ব্যবস্থাকরন ও রক্ষণাবেক্ষণ ।

২। সাধারনের ব্যবহার্য স্থান, উম্মুক্ত ময়দান, বাগান ও খেলার মাঠের ব্যবস্থাকরন ও রক্ষণাবেক্ষণ।

৩। সাধারনের ব্যবহার্য পথ, জনপথ ও স্থানসমুহে আলোর ব্যবস্থাকরন।

৪। সার্বিকভাবে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণ এবং বিশেষভাবে সাধারনের ব্যবহার্য পথ, জনপথ ও স্থানসমূহে বৃক্ষরোপণ ও সংরক্ষণ।

৫। গোরস্থান ও শ্বশান, সাধারনের সভা সভানুষ্টনের স্থান এবং সাধারনের অন্যোন্য সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা।

৬। ভ্রমণকারীদের থাকার বাসস্থানের বন্দোবস্তকরন ও তাহা রক্ষণাবেক্ষণ।

৭। সাধারনের ব্যবহার্য পথ, জনপথ এবং স্থানসমুহে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ।

৮। সাধারনের ব্যবহার্য পথ,জনপথ এবং স্থানসমুহে গন-উপদ্রব প্রতিরোধ ও হ্রাসকরণ।

৯। ইউনিয়নের পরিস্কার পরিচ্ছন্নতা রক্ষার্থে স্বাস্থ্যকর ব্যবস্থার উৎকর্ষ সাধন,তত্ত্ববধান এবং অন্যন্যা ব্যবস্থাদি গ্রহন।

১০। আবর্জনা সংগ্রহ, অপসারন ও বিনষ্টিকরণ এবং জনপথের পরিচ্ছন্নতা নিয়ন্ত্রণ।

১১। অপরাধজনক এবং বিপদজনক ব্যবসা নিয়ন্ত্রণ।

১২। পশুর মৃতদেহ বিনষ্টিকরণ নিয়ন্ত্রণ।

১৩। পশু জবাই নিয়ন্ত্রণ।

১৪। ইউনিয়নে গৃহ নির্মাণ ও পুনঃ নির্মাণ নিয়ন্ত্রণ।

১৫। বিপদজনক গৃহ ও অবকাঠামোর নিয়ন্ত্রণ।

১৬। কুপ, টিউবওয়েল, পুকুর, দীঘি এবং পানি সরবরাহের অন্যোন্য উৎস নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ।

১৭। পানীয় জল সরবরাহের উৎস সমূহ দূষিতকরণ হইতে রক্ষার ব্যবস্থাকরন।

১৮। জনস্বাস্থ্যর পক্ষে ক্ষতিকর বলিয়া সন্দেহকৃত কুপ,পুকুর এবং অন্যোন্য উৎসের পানি ব্যবহার নিসিদ্ধকরন ।

১৯।পানীয় জল হিসাবে ব্যবহারের জন্য সংরক্ষিত কূপ, পুকুর বা অন্যোন্য উৎসে বা উহার নিকটে গবাদি পশুকে পানি পান করানো, গোসল করানো  ও ধোয়া নিষিদ্ধকরণ বা নিয়ন্ত্রন।

২০। পুকুর অথবা পানি সরবরাহের অন্যন্য উৎসে বা উহার নিকটে কোন পাট বা অন্যান্য উদ্ভিদ ভেজানো নিষিদ্ধকরণ বা নিয়ন্ত্রণ।

২১। আবাসিক এলাকায় চামড়া রং করা, প্রক্রিয়াজাতকরণ নিষিদ্ধকরণ বা নিয়ন্ত্রণ।

২২। আবাসিক এলাকায় মাটি খনন, পাথর বা অন্য কিছু খনন করা নিষিদ্ধকরণ বা নিয়ন্ত্রণ।

২৩। আবাসিক এলাকায় ইটের ভাটি,কুম্ভকার শালা এবং অন্যন্য চুল্লী নির্মাণ নিষিদ্ধকরণ বা নিয়ন্ত্রন।

২৪। গবাদি পশু এবং অন্যান্য পশু বিক্রির স্বেচ্ছাকৃত নিবন্ধঙ্করন।

২৫। মেলা প্রদর্শনীয় ব্যবস্থাকরন।

২৬। সাধারনের উৎসবাদি উদযাপন।

২৭। অগ্নিকান্ড, বন্যা, ভয়াবহ ঝড়, ভুমিক্মপ বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ ত্রান কার্যের ব্যবস্থাকরন।

২৮। বিধবা,এতিম এবং গরীব দুস্থ্য ব্যক্তিদের ত্রানের ব্যবস্থাকরন।

২৯। সাধারণের ক্রীড়া ও খেলাধুলার প্রসার।

৩০। শিল্প ও সামাজিক উন্নয়ন, সমবায় আন্দোলন এবং গ্রামীন শিল্পের প্রসার ও উন্নয়ন।

৩১। খাদ্য উৎপাদন বৃদ্ধির পদক্ষেপ গ্রহন।

৩২। পরিবেশ সংরক্ষণের ব্যবস্থাকরন।

৩৩। গবাদি পশুর খোয়ারের রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রনের ব্যবস্থাকরন।

৩৪। প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থাকরন।

৩৫। লাইব্রেরী এবং পড়ার ঘরের ব্যবস্থাকরন।

৩৬। ইউনিয়ন পরিষদের অনুরুপ কার্যে  নিয়োজিত সংগঠন সমুহের সহিত সহযোগিতা।

৩৭। জেলা প্রশাসনের নির্দেশনার অধীনে শিক্ষার প্রসারে সহযোগিতা।

৩৮। ইউনিয়নের বাসিন্দা অথবা আগন্তকদের কল্যাণ, স্বাস্থ্য, নিরাপত্তা, সুখ- স্বাচ্ছন্দ, সূযোগ-সুবিধা প্রসারের জন্য যে কোন প্রকার উদ্দ্যেগ গ্রহন। 

 

স্থানীয় পরিষদ সভায় কার্যের নিস্পত্তি। বিধি-৩

 

নিম্নোক্ত বিসয়সমুহ আলোচনা ও নিস্পত্তির জন্য পরিষদ সভায় উপস্থাপন করিতে হইবে। যথাঃ-

১। কর,রেট,টোল অথবা ফিস ধার্যের সকল প্রস্তাব।

২। বাৎসরিক বাজেট এবং আর্থিক বিবরণী ।

৩। সংশোধিত বাজেট।

৪। ঋণ গ্রহণের বা আর্থিক দায় সম্পর্কে গ্যারান্টি প্রদানের সকল প্রস্তাব।

৫। স্থানীয় তহবিল হইতে ব্যায়ের সকল প্রস্তাব।

৬। চলতি বৎসরের বাজেটে অন্তর্ভুক্ত নয় এমন সকল ব্যায়ের প্রস্তাব।

৭। পরিষদ কর্তৃক কৃষি, শিল্প এবং সামাজিক উন্নয়নের সকল প্রস্তাব।

৮। পরিষদ কর্তৃক বাস্তবায়নযোগ্য প্রকল্পের পরিকল্পনা ও প্রাক্কলন।

৯। সকল প্রকার উন্নয়ন পরিকল্পনা ।

১০। জনস্বার্থ ও জননীতি সম্পর্কীয় সকল গুরুত্বপূর্ণ বিষয়।