বল্লভেরখাস ইউনিয়নে গাবতলা বাজারে জাগরনী চক্র সবুজ সংগ নামে একটি সাংস্কৃতিক সংগঠন রয়েছে ।
এ সংগঠনটি শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও বাল্যবিবাহ রোধে কাজ করে এবং সুদ মুক্ত গবাদি পশু পালন এ ব্যাপারে গরীব ও অসহায় ভুমিহীনদের সহযোগিতা করে খাকেন ।
বৃটিশ আমল থেকে পাটেশ্বরীতেসাংস্কৃতিচর্চাহত, বৈঠকি, পালা, জারি, সারী, বেহুলালক্ষিনদর, ভূইনিরানি, নৌকাবাইজএরগান, বিয়েরগীত, পুথিপাঠেরআসরপ্রভিতিপ্রচলিতছিল।
1সেইধারাঅনুসারেভেরু, অব্বেলমিয়া, গেনু, আলেফউদ্দিন, নিজামউদ্দিন, আকবরআলী, ওসমানগিদালপ্রমুখস্থায়ীশিল্পিরাদীর্ঘদিনধরেচর্চাকরেআসছিল।এরেধারাবাহিকতায়পরবর্তিতেকিছূসাংস্কৃতিককর্মিযুবকদ্বারাপাটেশ্বরীতে১৯৯৫সালেপ্রতিষ্ঠিতহয়পাটেশ্বরীবর্ণালীসাংস্কৃতিকগোষ্ঠি।
1উক্তগোষ্ঠিপ্রতিষ্ঠিতহওয়ারপরহইতেপাটেশ্বীরদীর্ঘদিনের ঐতিহ্যবাহীসাংস্কৃতিকপাটেশ্বরীছাড়াওদেশেরবিভিন্নস্খানেপরিবেশনকরেআসছে।
1১৯৯৫সালেইউক্তগোষ্ঠিটিবাংলাদেশবেতাররংপুরেরনিবেদনঅনুষ্ঠানেরজন্যতালিকাভুক্তহয়েযায়এবংবাংলাদেশবেতাররংপুরেগোষ্ঠিভিত্তিকসাংস্কৃতিকঅনুষ্ঠাননিবেদনপরিবেশনকরেআসছে।পাটেশ্বরীসাংস্কৃতিকেদেশবাশিওবিশ্ববাসিরকাছেতুলেধরা, সাংস্কৃতিক কর্মকান্ড জোরদারকরা অপসাংস্কৃতিক হাত থেকে প্রজন্মকে রক্ষাকরা এবং নতুন প্রজন্মকে সাংস্কৃতিক শিক্ষাদান করাই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ ও উদ্দেশ্য।
1উক্ত প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লগ্ন হইতে স্থানীয় সাংস্কৃতিক কর্মিদের মধ্য হইতে বাংলাদেশ বেতারে তালিকা ভূক্ত কন্ঠশিল্পিদের অন্তর্ভক্ত হয়েছে তিন জন। যথা-১।মোঃ মজিদুল ইসলাম খোকন (ভাওয়াইয়া শিল্পি) ২।মনিন্দ্রনাথ সরকার (ভাওয়াইয়া শিল্পি)৩।মোঃ রাজু মিয়া (আধুনিক)
11উক্ত গোষ্ঠির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ তৈবুর রহমান মাষ্টার তার মেধা ও প্রতিভাবলে বাংলাদেশ বেতারের একজন বিশিষ্ট গীতিকার (আধুনিক, পল্লি গীতি, ভাওয়াইয়া)ও নাট্যকার।
1এলাকার বিশিষ্ট গুনিজনদের এবং সরাকারের সহযোগীতায় পেলে উক্ত গোষ্টিটির কার্যক্রম আরো বেগবান হবে।
শিল্পি গনের তালিকাঃ
১। আব্দুল হামিদ | ৯। নার্গিস |
২। হামিদুর রহমান | ১০।শাহিনা |
৩। জাহাঙ্গীর আলম | ১১। রিনা |
৪। ওসমান গিদাল | ১২।দুলু |
৫।অব্বেল | ১৩।আকবর আলী |
৬। নিজাম উদ্দিন | ১৪।মজিদুল হক খোকন |
৭।ছেপাতুল্লা | ১৫। মোঃ তৈবুর রহমান |
৮। আসমা খাতুন | ১৬। ভেরু |
উপদেষ্ঠা কমিটিঃ মোঃ রফিকুল ইসলাম (ইউপি সদস্য), মোঃ লতিফুর রহমান দুলাল (প্রভাষক), প্রধান শিক্ষক পাটেশ্বরী সরকারী প্রা:বি:, সাংস্কৃতিক শিক্ষক পাটেশ্বরী হাই স্কুল ও উক্ত গোষ্ঠির সভাপতি উক্ত কমিটির সচিব।
-তথ্য প্রদানে
মোঃ তৈবুর রহমান মাষ্টার
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস